কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন
১৫ এপ্রিল ২০২৪ খ্রি: তারিখ বাগরেহাট সদর উপজেলায় গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর ( জিকেবিএসপি) কৃষি উন্নয়ন প্রকল্পে বিভিন্ন কার্যক্রম পরিদর্শণ ও ০২ (দুই) দিন ব্যাপী কৃষক প্রশক্ষিণের উদ্বোধনী সেশনে অংশগ্রহণ করেন জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল, উপসচিব পরকিল্পনা-২ শাখা, কৃষি মন্ত্রণালয়। অনুষ্ঠানে উপসচিব বলনে, কৃষবান্ধব সরকারের নির্দেশনা হলো পতিত জমিকে চাষের আওতায় আনতে হব। এক ফসলি জমিকে দুই ফসলি, দুই ফসলি জমিকে তিন ফসলি,তিন ফসলি জমিকে চার ফসলের আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে এসময় উপস্থতি ছলিনে জনাব মোঃ আব্দুলাহ আল মামুন, জেলা প্রশিক্ষণ অফিসার , ডিএই, বাগরেহাট, জনাব মোঃ তৌহিদীন ভূইয়া, অতিরিক্ত উপ-প্রকল্প পরিচালক, (জিকেবিএসপি) প্রকল্প। উপজলো কৃষি অফিসার জনাব তন্ময় দত্ত, বাগরেহাট সদর, জনাব নুরে জান্নাত, কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারি কৃষি র্কমর্কতাবৃন্দ ও কৃষকগণ।
সংবাদ সংগ্রহে :মো: আসাদুজ্জামান, এআইসিও, কৃতসা, খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস